thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ জুলাই ২০১৮, ৮ শ্রাবণ ১৪২৫,  ৯ নভেম্বর ১৪৩৯

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩৯

২০১৭ আগস্ট ১১ ১৭:১৯:৫৩
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩৯

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ২৩৯ জনকে গ্র্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (১১ আগস্ট) সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ দ্যা রিপোর্টকে জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ৮৪ জন, হরিণাকুন্ডু ১২ জন, শৈলকুপা ১১০ জন, কালিগঞ্জ ১০ জন, মহেশপুর ১৬ জন ও কোটচাঁদপুর থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে