thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে উত্তর কোরিয়ার কার্টুন

২০১৭ আগস্ট ১১ ১৯:২৭:৪৬
যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে উত্তর কোরিয়ার কার্টুন

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কে এবার কার্টুনেও টেনে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে শুক্রবার (১১ আগস্ট) বাচ্চাদের একটি কার্টুন ছবি প্রচার করা হয়েছে, নাম-হেজহগের কাছে বাঘ পরাজিত। মূলত কার্টুনটি জঙ্গলের বন্ধুদের নিয়ে গল্প। আপাত দৃষ্টিতে এই কার্টুন ছবি দেখে বাইরের দর্শকদের মনে হবে এটি ছোট্ট এক হেজহগের মন জুড়ানো এক গল্প। যেখানে হেজহগ তার গায়ের কাঁটা ফুলিয়ে আর সূক্ষ্মবুদ্ধি কাজে লাগিয়ে হম্বি-তম্বি করা বাঘের আস্ফালন বন্ধ করে দিয়েছে।

কিন্তু পর্যবেক্ষকরা বলছেন, উত্তর কোরিয়ার গণমাধ্যম খুব সহজবোধ্য নয়- এতে হঠাৎ করে কোনো কিছু প্রচারিত হয় না। সব কিছুর পেছনেই কার্যকারণ বা উদ্দেশ্য থাকে। বাচ্চাদের জন্য এই কার্টুনটি তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় টিভিতে শিশুদের এক ঘন্টার অনুষ্ঠানের অংশ হিসাবে এবং এই কার্টুন ছবিকে দেখা হচ্ছে পিয়ংইয়ং ও ওয়াশিংটনের সাম্প্রতিক উত্তেজনার প্রতিফলন হিসাবে।

হেজহগের গায়ে থাকে সজারুর মতো কাঁটা। ছোট্ট এই প্রাণীটি গায়ের কাঁটা গুটিয়ে নিজেকে ছোট্ট একটা তুলোর বলে পরিণত করতে পারে- কিন্তু প্রয়োজনে সেই গায়ের কাঁটা ফুলিয়ে আত্মরক্ষায় তা ব্যবহার করতে পিছপা হয় না এই হেজহগ।

এই কার্টুনের গল্প প্রাচীন এক লোক-কাহিনীর ভিত্তিতে তৈরি করা। এই গল্পে জঙ্গলের ছোট ছোট প্রাণীদের নেতৃত্ব দেয় খরগোশ- তাদের হাতে লাল আর্মব্যান্ড বা লাল ফেট্টি বাঁধা। একদিন এক উদ্ধত বাঘ তাদের এসে শাসায়, হম্বিতম্বি করে বলে-আমার বশ্যতা তোমাদের স্বীকার করতে হবে।

কিন্তু চতুর হেজহগ বাঘকে জব্দ করে। নিজেকে রক্ষা করতে সে গুটিয়ে ছোট্ট তুলোর বলটি হয়ে যায় আর সুযোগ বুঝে গায়ের কাঁটা উঁচিয়ে বাঘের নাকে খোঁচা দেয়। উপায় না দেখে বাঘ পালায়। অন্য ছোট জন্তুরা যারা প্রথম দিকে বাঘের আনুগত্য অনিচ্ছায় হলেও মেনে নিতে রাজি ছিল তারা তখন বিজয়ী হেজহগের সাহস ও কুশলী বুদ্ধির তারিফ করে উৎসবে মেতে ওঠে।

কমলা রঙের বাঘটা কে?

হয়ত এই বাঘ নিয়ে সাধারণের মনে প্রশ্ন উঠত না, কিন্তু উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই কার্টুনের ভূয়সী প্রশংসা করে একটি আর্টিকেল প্রকাশ করে বলেছে, এটি সর্বকালের সেরা একটি কাহিনী। তারা লিখেছে, এই কমলা রঙের বাঘ আমেরিকার প্রতীক- অন্য ছোট জন্তুগুলো বিশ্বের বিভিন্ন দেশ এবং সাহসী অথচ বিপজ্জনক হেজহগটি হলো উত্তর কোরিয়া।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে এই নিবন্ধটি লিখেছেন একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন কর্মী, যার নাম কিম জং-সন। ‘খেপিয়ে তোলা যুক্তরাষ্ট্রের বন্ধ করা উচিত’ শিরোনামে লেখা এই নিবন্ধে কিম বলছেন, “উত্তর কোরিয়ার ব্যাপারে আমেরিকার ‘অজ্ঞতা’ দেখে আমার পুরনো প্রচলিত রূপকথার গল্প “হেজহগের কাছে বাঘ পরাজিত” মনে পড়ে গেল।’

তিনি আরও বলেছেন, ‘হঠকারী ওই বাঘটা জঙ্গলের অন্য যেসব জন্তুদের ওপর ছড়ি ঘোরাচ্ছিল তাদের চরিত্রের সম্পূর্ণ বিপরীত সাহসী হেজহগটার চরিত্র । এটা বর্তমানের বাস্তবতাকেই তুলে ধরেছে। কোনো দেশেরই আমেরিকাকে প্রশ্ন করার সাহস নেই। এদের পাশে আমার নিজের দেশকে দেখে আমার গর্ব বোধ হচ্ছে।’

অতীতে উত্তর কোরিয়ার নেতা কিম জং আন রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশনকে নির্দেশ দিয়েছিলেন বাচ্চাদের অনুষ্ঠানের মান বাড়াতে এবং এমন ধরনের অনুষ্ঠান করতে যা দেশের বাচ্চাদের জন্য প্রাসঙ্গিক হয়। তার এই নির্দেশের ফসল হিসেবেই দেখা হচ্ছে এই কার্টুনটিকে।

ছবি ও প্রতিবেদন : বিবিসি বাংলার সৌজন্যে

(দ্য রিপোর্ট/জেডটি/এনআই/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর