thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

হরতালে জান-মালের ক্ষতিপূরণ আদায়ে মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৩ নভেম্বর ০৭ ১৭:২৮:৩৫
হরতালে জান-মালের ক্ষতিপূরণ আদায়ে মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল সফল হয়নি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, হরতালে জান-মালের ক্ষতিপূরণ আদায়ে মামলা করা হবে।

সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত তিনদিনসহ সম্প্রতি সময়ে যে হরতাল হয়েছে তা অনৈতিক, অবৈধ। এ হরতাল দেশবাসী প্রত্যাখ্যান করেছে। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তারা এ হরতাল কোনো মতেই সফল করতে পারেননি। আমরা মনে করি আগামীতে তারা যদি এমন অনৈতিক ও অবৈধ হরতাল দেন তবে তারা তা সফল করতে পারবেন না।’

মহীউদ্দীন আলমগীর আরও বলেন, ‘হরতালে মানুষের জান-মালের ক্ষতি হয়েছে, সরকারি সম্পত্তি বিনষ্ট হয়েছে। এ জন্য হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণের ও যথাযথ শাস্তি প্রদানের জন্য মামলা করা হবে।’

সর্বদলীয় সরকারের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার সকল সদস্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেব। প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা হয় রাখবেন, যাকে ইচ্ছা হয় রাখবেন না।’

(দিরিপোর্ট২৪/আরএমএম/আইজেকে/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর