thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ জুলাই ২০১৮, ১ শ্রাবণ ১৪২৫,  ২ নভেম্বর ১৪৩৯

না’গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫

২০১৭ আগস্ট ১২ ১৪:৫৬:২৩
না’গঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ১৮০ কেজি গাঁজা ও এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

শনিবার (১২ আগস্ট) সকালে শহরের র‌্যালি বাগন একলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা সেখানে নিয়মিত মাদক ব্যবসা করে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন, মৃত শহীদুল ইসলামের ছেলে বাদল (৩৬) ও ছোট ভাই ফরিদ (২৮), আব্দুল জলিল মিয়ার ছেলে মোহাম্মাদ হোসেন কাজল (২৯), আব্দুল আজিজের ছেলে হায়াত (৪০) এবং হায়াতের স্ত্রী রঞ্জু বেগম (৩৬)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিতিত্তে মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামিদের কাছ থেকে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে