thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

খুলনায় সাড়ে ২২ কোটি টাকার কোকেন উদ্ধার, আটক ৬

২০১৭ আগস্ট ১২ ১৫:২৭:৩০
খুলনায় সাড়ে ২২ কোটি টাকার কোকেন উদ্ধার, আটক ৬

খুলনা ব্যুরো : খুলনায় সোয়া দুই কেজি কোকেনসহ ৬ জনকে আটক করেছে খুলনা র‍্যাব-৬। উদ্ধার করা এই কোকেনের আনুমানিক মুল্য ২২ কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (১২ আগস্ট) দুপুরে সদর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন, জনৈক সোহেল রানা, এসএম এরশাদ হোসেন, আরিফুর রহমান, ফজলুর রহমান, বিকাশ চন্দ্র মন্ডল ও বিকাশ চন্দ্র বিশ্বাস।

র‌্যাব-৬ অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার (১১ আগস্ট) সকালে নগরীর ময়লাপোতা থেকে প্রথমে জনৈক সোহেল রানাকে ২৩০ গ্রাম কোকেনসহ আটক করা হয়। তারপর নগরীর বিভিন্ন স্থানে এবং খুলনা জেলার চালনায় অভিযান চালিয়ে কোকন ব্যবসার সঙ্গে জড়িত আরো ৫ জনকে আটক করা হয়। এরমধ্যে রুপসা উপজেলার রাজাপুর একটি বাসা থেকে বিকাশ চন্দ্র বিশ্বাসের কাছ খেকে ২ কোজি ২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। মোট উদ্ধার হওয়া ২ কেজি ২৫০ গ্রাম কোকেনের মূল্য সাড়ে ২২ কোটি টাকা বলে র‍্যাব জানিয়েছেন।

তিনি আরো জানান, আসামিরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলো।

(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে