thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ জুলাই ২০১৮, ১ শ্রাবণ ১৪২৫,  ২ নভেম্বর ১৪৩৯

‘আমি জানতাম না ছবিটিতে হিরো আলম আছে’

২০১৭ আগস্ট ১২ ২০:১৮:৩৬
‘আমি জানতাম না ছবিটিতে হিরো আলম আছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক :মঈন বিশ্বাস পরিচালিত ‘মার ছক্কা’ ছবিতে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন গুণী চলচ্চিত্র অভিনেতা ওমর সানী। কারণ এই ছবিতে অভিনয় করেছেন সমালোচিত অভিনেতা হিরো আলম। এই ছবিতে অভিনয় করা নিয়ে নিজের অবস্থান জানিয়ে স্ট্যাটাস লিখেছেন ওমর সানী।

ওমর সানী বলেন, ‘ছবিটিতে আমি যখন অভিনয় করি আমার কো-আর্টিস্টদের সাথে তখন আমিও জানতাম না যে এই ছবিতে হিরো আলম আছে। আমি জানতে পারি ছবির কাজ যখন আশি ভাগ শেষ তখন।

তার পরও বাকি কাজ করি কারণ আমি কোন শিল্পীকেই ছোট করে দেখি না। ছবির পরিচালক মঈন বিশ্বাস আমার খুব স্নেহের ছোট ভাই, আমাকে খুব সম্মান ও শ্রদ্ধা করে।’

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে ওমর সানী বলেন, ‘আপনারা মনে কোন কষ্ট নিবেন না, আর যদি কষ্ট পেয়েও থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবাইকে ছবিটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমি ছবিটির সাফল্য কামনা করছি।’

মঈন বিশ্বাস পরিচালিত ‘মার ছক্কা’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/আগস্ট ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে