thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ জুলাই ২০১৮, ১ শ্রাবণ ১৪২৫,  ২ নভেম্বর ১৪৩৯

সচিব পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

২০১৭ আগস্ট ১৩ ১৯:০৩:৪৭
সচিব পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রশাসনে সচিব পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার (১৩ আগস্ট) এ পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। এ পাঁচ অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিবের পদ মর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। পদোন্নতির পর সচিবদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর দু’টি আদেশে তাদের আগের কর্মস্থলেই সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায়) শিরীন আখতার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইব্রাহীম হোসেন খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব সুবীর কিশোর চৌধুরী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আসাদুল ইসলাম এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভারপ্রাপ্ত সচিব মো. মফিজুল ইসলাম।

(দ্য রিপার্ট/এমআর/এপি/আগস্ট ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে