thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮, ২ শ্রাবণ ১৪২৫,  ৩ নভেম্বর ১৪৩৯

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশু পুত্রের মৃত্যু

২০১৭ আগস্ট ১৩ ২০:৫৯:০৯
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে মা ও শিশু পুত্রের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহরের আকুয়া কান্দাপাড়া দরবার শরীফ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও শিশু পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ আগস্ট) বিকেলে মর্মান্তি এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মফিজুলের স্ত্রী ফাতেমা খাতুন (৩৫) ও তার ছেলে আব্দুল্লাহ।

কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, আকুয়া কান্দাপাড়া দরবার শরীফ এলাকার একটি বাসায় পরিবারসহ ভাড়া থাকেন তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের মফিজুল। রবিবার দুপুরে স্ত্রী ফাতেমা খাতুন ঘরে বৈদ্যুতিক চুলায় রান্না করার সময় ৩ বছরের শিশুপুত্র আব্দুল্লাহ ঘরে খেলাধুলা করছিল। মায়ের কাজের ফাঁকে আকস্মিক শিশুপুত্র আব্দুল্লাহ হিটারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ফাতেমা খাতুনও বিদ্যুতায়িত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/আগস্ট ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে