thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বুর্কিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত ১৭

২০১৭ আগস্ট ১৪ ১১:১৯:৫০
বুর্কিনা ফাসোতে সন্ত্রাসী হামলা, নিহত ১৭

দ্য রিপোর্ট ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে এক সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর উয়াগাদুগু শহরের ব্যস্ত কোয়ামি নক্রুমাহ এভিন্যুতে রবিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে দেশটির সরকার জানিয়েছে।

নিহতদের সকলের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি দেশটির কর্তৃপক্ষ। তবে শহরের একটি হাসপাতাল জানিয়েছে, নিহতদের একজন তুরস্কের নাগরিক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উয়াগাদণ্ডু শহরের হোটেল ব্রাভিয়া এবং আজিজ ইস্তানবুল রেস্তরার বাইরে অতিথিদের লক্ষ্য করে হঠাৎ তিনজন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে।

উয়াগাদুগুর মার্কিন দূতাবাস সেখানকার লোকজনদের ঘটনাস্থলের আশেপাশে না আসতে সতর্ক করে দিয়েছে। এখন পুরো শহর ঘেরাও করে রেখেছে পুলিশ।

বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, সাহেল অঞ্চলে সক্রিয় আল কায়েদার একটি সহযোগী সংগঠন এ হামলা চালিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে এই ঘটনাস্থলের কাছাকাছি একটি ক্যাফেতে জিহাদি হামলায় ৩০ জন নিহত হয়েছিল। ২০১২ সাল থেকে মালিতে সন্ত্রাসী ইসলামী সংগঠনগুলো তৎপর রয়েছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/আগস্ট ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর