thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

টাঙ্গাইলে বন্যার ২য় দফাতেও ভোগান্তি

২০১৭ আগস্ট ১৫ ১৪:২১:০৬
টাঙ্গাইলে বন্যার ২য় দফাতেও ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ২য় দফার বন্যায় পাঁচটি উপজেলার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে।

যমুনা নদীর পানি বেড়ে ১২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত কোন ধরণের সহায়তা না পাওয়ায় পানিবন্দি হয়ে মানবেতর জীবন-যাপন করছে বানবাসীরা।

গত কয়েক দিনের উজানের ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইলে যমুনা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এর ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে ভূঞাপুর, কালীহাতী, টাঙ্গাইল সদর, গোপালপুর ও নাগপুর উপজেলার নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষ।

দ্বিতীয় দফার এ বন্যায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। বন্যায় আশ্রয়হীন হয়ে কিছু কিছু পরিবার আত্মীয়স্বজনের বাড়ি ও উঁচু বাঁধের ধারে আশ্রয় নিয়েছে। বানবাসী মানুষরা বেশি দুর্ভোগে পড়েছেন গবাদী পশু নিয়ে।

এদিকে দুর্গত মানুষরা অভিযোগ করে বলেন, ‘পানিবন্দি হয়ে আমরা মানবেতর জীবন-যাপন করলেও এখন পর্যন্ত সরকারি-বেসকারি কোন সাহায্য সহযোগিতা পায়নি।’

(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর