thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

নওগাঁয় বাঁধ ভেঙ্গে ৪ ইউনিয়ন প্লাবিত

২০১৭ আগস্ট ১৫ ১৮:৫১:৫৭
নওগাঁয় বাঁধ ভেঙ্গে ৪ ইউনিয়ন প্লাবিত

নওগাঁ প্রতিনিধি : আত্রাই নদীর বাধ ভেঙে নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা উপজেলার ৪টি ইউনিয়নের বিস্তৃণ এলাকা প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে ৪ ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ।


মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর রাতে হঠাৎ করে ধামইরহাট তালতলী এবং শিমুলতলী সীমান্তে আত্রাই নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে ধামরইহাট উপজেলার আলমপুর, খেলনা ইউনিয়ন এবং পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

এসব এলাকার অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে প্রায় ২০০ হেক্টর জমির ফসল। পানিতে ভেসে গেছে এই সব এলাকার কয়েকশত পুকুরের মাছ।

এরই মধ্যে এই এলাকার পানিবন্দী মানুষ বিভিন্ন উচুঁ জায়গা এবং রাস্তায় অবস্থান নিয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাড়ির আসবাবপত্র এবং গবাদি পশু। স্রোতে ধামইরহাট-সাপাহার সড়ক ভেঙে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, উজান থেকে নেমে আসা পানি ওই এলাকায় বিপদসীমার ১৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


তিনি আরও জানান, উজান থেকে নেমে আসা পানির ঢল আরও কয়েকদিন থাকবে বলে আমরা জানতে পেরেছি।

(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর