thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

জয়পুরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

২০১৭ আগস্ট ১৫ ২২:২৮:০৭
জয়পুরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, আক্কেলপুর ও সদর উপজেলার কমপক্ষে ১০টি ইউনিয়নের ৫০টি গ্রামে পানি প্রবেশ করেছে। পানিতে তলিয়ে গেছে প্রায় ৫ হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও শাক-সবজি। ভেসে গেছে ৫শতাধিক পুকুরের প্রায় ১০কোটি টাকার মাছ। এদিকে পানি উঠেছে জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া, বটতলি এলাকায়। তলিয়ে গেছে জামালগঞ্জ-ক্ষেতলাল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক গ্রামের সাথে।

জেলা প্রশাসক মোকাম্মেল হক জানান, জেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় রোপা আমন ধানের ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। জেলার ক্ষেতলাল, পাঁচবিবি, আক্কেলপুর ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের কমপক্ষে ৩০ গ্রামে পানি প্রবেশ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্রনাথ রায় জানিয়েছেন, জেলার নিম্নাঞ্চলের প্রায় তিন হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও শাক-সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মারজান হোসেন জাণিয়েছেন, গত চারদিন ধরে সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি।

এদিকে প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়লেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোন ত্রানের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করেছেন বন্যা দুর্গতরা।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর