thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

তৌফা-তহুরার সেলাই খোলা হয়েছে

২০১৭ আগস্ট ১৬ ১৫:১৭:১৫
তৌফা-তহুরার সেলাই খোলা হয়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাজ মিয়া ও সাহিদা আক্তার দম্পতির জোড়া শিশু তৌফা ও তহুরার অপারেশনের সেলাই খোলা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় তৌফা ও তহুরার অপারেশেন সেলাই খোলা হয়।

শিশু সার্জারির সহযোগী অধ্যাপক ডা. সাহানুর ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে তাদের অপারেশনের সেলাই খোলা হয়েছে। সেলাই খোলার পর কিছু ক্ষত স্থান ছিলো সেখানে মলম লাগানো হয়েছে। তহুরার যে ইনফেকশন ছিলো তা কেটে গেছে। এখন দু্’জনেই স্বাভাবিক খাবার খেতে পারছে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/এপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবররে