thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

টাঙ্গাইলে যমুনা গাইড বাঁধে ধস

২০১৭ আগস্ট ১৬ ১৫:২০:৫৭
টাঙ্গাইলে যমুনা গাইড বাঁধে ধস

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা এলাকায় যমুনা গাইড বাঁধে ১০মিটার এলাকায় ধস দেখা দিয়েছে। বুধবার(১৬ আগস্ট) সকালে এ বাঁধে ধস দেখা দিয়েছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ জানান, যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় ভূঞাপুর উপজেলার অর্জুনা এলাকায় ১০ মিটার এলাকা জুড়ে ধস দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড এলাকাবাসীদের সাথে নিয়ে বাঁধটি রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

২৪০ কিলোমিটার সড়ক টাঙ্গাইল শহর রক্ষা বাঁধ হিসাবে ব্যবহার হয়ে থাকে। গত কয়েক দিনে যমুনা নদীতে পানি বাড়ায় টাঙ্গাইল শহর রক্ষা বাঁধের ৮ কিমি রাস্তা ঝুঁকিতে রয়েছে বলেও জানান তিনি। এছাড়া বাঁধটি ভেঙে গেলে জেলার কালিহাতী, ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলার দীর্ঘস্থায়ী বন্যাকবলিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর