thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

আখিদুলের চিকিৎসার্থে ‘ক্রাচের কর্নেল’

২০১৭ আগস্ট ১৬ ১৬:৫৬:০৪
আখিদুলের চিকিৎসার্থে ‘ক্রাচের কর্নেল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের অন্যতম নাট্যদল বটতলার নাটক ‘ক্রাচের কর্নেল’ এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। দূর্ঘটনায় আহত চারুকলার শিক্ষার্থী আখিদুলের চিকিৎসার্থে আগামী ১৮ আগস্ট রাজধানীর নাটক সরণির(বেইলী রোড) মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকের টিকেটের মূল্য-১,০০০/- (এক হাজার টাকা) (শুধু মাত্র আখির জন্য এই প্রদর্শনী)। অগ্রিম টিকিট বুকিং দেওয়া যাবে- ০১৭৬৫-৯৭৮৯০৮ এই নাম্বারে।

শাহাদুজ্জামানের উপন্যাস থেকে ‘ক্রাচের কর্নেল’ নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। ২০১৬ সালের ডিসেম্বরে ‘ক্রাচের কর্নেল’ নাটকটির প্রথম মঞ্চায়ন হয়। এরই মধ্যে দর্শকের প্রশংসা কুড়িয়েছে এই নাটক।

বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- ইমরান খান মুন্না, কাজী রোকসানা রুমা, সামিনা লুৎফা নিত্রা, তৌফিক হাসান ভূঁইয়া, বাকীরুল ইসলাম, পংকজ মজুমদার, ইভান রিয়াজ, ম. সাঈদ, নাফিজ বিন্দু, সবুজ সরকার, মনজুরুল ইসলাম রনি, গোলাম মাহবুব মাসুম, নাফিউল আহমেদ।

পোশাক পরিকল্পনা করেছেন হুমায়রা আখতার, কোরিওগ্রাফি করেছেন সামিনা লুৎফা নিত্রা, আলোকসজ্জা করেছেন খালিদ মাহমুদ সেজান। এছাড়া আবহসংগীত পরিকল্পনা করেছেন পিন্টু ঘোষ। ক্রাচের কার্নেল নাটকের বিশেষ প্রদর্শনী সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে নিচের লিংকে-

https://www.facebook.com/events/496010067400609/?acontext=%7B%22ref%22%3A%22106%22%2C%22action_history%22%3A%22null%22%7D

(দ্য রিপোর্ট/পিএস/এপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর