thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২০, ১৪ জ্যৈষ্ঠ ১৪২৭,  ৬ শাওয়াল ১৪৪১

উভয় শেয়ারবাজারে পতন

২০১৭ আগস্ট ১৬ ১৭:০৮:৪৫
উভয় শেয়ারবাজারে পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবার (১৬ আগস্ট) উত্থানে শুরু হলেও এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের হয়েছে। একইসঙ্গে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। তবে ডিএসইতে আর্থিক লেনদেন বেড়েছে এবং সিএসইতে কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৮৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসইএস ৭ ও ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৩০৪ ও ২১১২ পয়েন্টে দাড়িয়েছে। বুধবার ডিএসইতে মোট ৮৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ৭৭৭ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে ৫৮ কোটি ৪৬ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে।

ডিএসইতে মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব সূচক কমে গেছে। সিএসইর সিএসসিএক্স ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১০৫০ পয়েন্টে। আর সিএসইতে মোট ৪১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/এপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর