thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে পদ্মার পানি

২০১৭ আগস্ট ১৬ ১৭:১৮:২১
বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপরে পদ্মার পানি

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের ভাগ্যকুল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পদ্মা নদী তীরবর্তী নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত হয়েছে।

পানিবন্দী হয়ে পরেছে কয়েক হাজার মানুষ। তলিয়ে গেছে নদী তীরবর্তী জমির ফসল। পানি বৃদ্ধির ফলে পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। এতে টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী গ্রামগুলোর মানুষ। এদিকে জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় পানি উন্নয়নসূত্র জানিয়েছে, উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির কারণে গত কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত আছে। তবে বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক নয়।

(দ্য রিপোর্ট/একেএ/এপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর