thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সেলফি তুলতে গিয়ে নিখোঁজ ৩, একজনের লাশ উদ্ধার

২০১৭ আগস্ট ১৬ ১৮:৪৪:০৬
সেলফি তুলতে গিয়ে নিখোঁজ ৩, একজনের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ-ভালুকা সড়কের চুঙ্গিপুলের উপর দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুল সেলফি তুলতে গিয়ে দুই স্কুলছাত্রসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা গেলেও বাকি দুইজন এখনো নিখোঁজ রয়েছেন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো- মেলান্দহ উপজেলার নাগেরপাড়া গ্রামের লিয়াকত আলী লাইকনের ছেলে স্কুলপড়ুয়া ছেলে জিল্লুর রহমান (১৬), নলবাড়ী গ্রামের ময়না শেখের স্কুলপড়ুয়া ছেলে সজীব আহম্মেদ (১৬)। তারা উভয়ে মেলান্দহের উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এছাড়া লাল মিয়া (৪০) নামে এক পথচারিও নিখোঁজের তালিকায় রয়েছেন।

এদের মধ্যে বুধবার বিকেল নাগাদ স্কুলছাত্র জিল্লুর রহমানের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হলেও অপর দুইজনকে এখনো উদ্ধার করা যায়নি।

মেলান্দহের কুলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি)-এর সাবেক চেয়ারম্যান জবেদ আলী ও উমিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার দ্য রিপোর্ট টয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টায় মেলান্দহ-ভালুকা সড়কের চুঙ্গিপুলের উপর দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলছিল স্কুলছাত্র সজিব আহম্মেদ।

হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে বন্যার পানির তীব্র স্রোতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধু জিল্লুর রহমান ও পথচারী লাল মিয়া স্কুলছাত্র সজীবকে উদ্ধার করতে গেলে তারাও পানির তীব্র স্রোতে ভেসে যায়।

এ ঘটনার খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর