thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

সেলিম আল দীন পদক পাচ্ছেন আলী যাকের

২০১৭ আগস্ট ১৬ ২১:১৯:০০
সেলিম আল দীন পদক পাচ্ছেন আলী যাকের

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব সেলিম আল দীনের ৬৮তম জন্মদিন (১৮ আগস্ট) উপলক্ষে ছয়দিনব্যাপী উৎসবের আয়োজন করা হচ্ছে। এই উৎসবে এবার ‘সেলিম আল দীন পদক ২০১৭’ গ্রহণ করবেন নাট্যজন আলী যাকের। উৎসবের সমাপনী সন্ধ্যায় আলী যাকেরের হাতে পদক তুলেও দেওয়া হবে।

রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বুধবার (১৬ আগস্ট) সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উৎসবের বিস্তারিত তুলে ধরেন নাসিরউদ্দিন ইউসুফ। তিনি বলেন, ‘এ বছর ‘সেলিম আল দীন পদক ২০১৭’ গ্রহণ করবেন নাট্যজন আলী যাকের। তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। তাই শুরুর দিনে তিনি থাকতে পারছেন না। এজন্য আমরা সমাপনী সন্ধ্যায় (২৩ আগস্ট) এই পদক তুলে দেবো।’

নাসিরউদ্দিন ইউসুফ আরও জানান, ‘১৮ আগস্ট শুরু হয়ে উৎসব চলবে ২৩ আগস্ট পর্যন্ত। উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ।

শোভাযাত্রা, সেমিনার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান ও নাটক দিয়ে সাজানো হয়েছে উৎসব। প্রদান করা হবে ‘সেলিম আল দীন পদক ২০১৭’, ‘মীর মকসুদ উস সালেহীন-বজলুল করিম পদক ২০১৭’ ও ‘ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক ২০১৭’। এর মধ্যে ‘সেলিম আল দীন পদক’ পাচ্ছেন আলী যাকের।

এছাড়া উৎসবে প্রদর্শিত হতে যাওয়া নাটকগুলো হলো- ১৯ আগস্ট ঢাকা থিয়েটারের ‘ধাবমান’, ২০ আগস্ট বঙ্গলোকের ‘রূপচান সুন্দরীর পালা’, ২১ আগস্ট ঢাকা থিয়েটারের ‘নিমজ্জন’, ২২ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের ‘স্বপ্নরমণীগণ’ ও ২৩ আগস্ট মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’। সবগুলো প্রদর্শনী হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

(দ্য রিপোর্ট/পিএস/এজে/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর