thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মাজারের খাদেম হত্যায় ১২ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন

২০১৭ আগস্ট ১৬ ২২:১৭:২২
মাজারের খাদেম হত্যায় ১২ জঙ্গির বিরুদ্ধে অভিযোগ গঠন

রংপুর অফিস : রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় ১২ নব্য জেএমবির জেএমবির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার আসামীদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনালে জঙ্গিরা নিজেদের নির্দোশ দাবি করেন। আগামী ২৩ আগষ্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

এর আগে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে জঙ্গিদের রংপুর আদালতে নিয়ে এসে বিশেষ নিরাপত্তার মধ্যে হাজত খানার পার্শ্বে একটি কক্ষে জঙ্গিদের রাখা হয়। পরে সকাল পৌনে ১১ টায় হাজত খানা থেকে আবারো বিপুল সংখ্যক পুলিশী পাহারায় রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে ৯ জঙ্গিকে আনা হয়। এরা হলেন জঙ্গি মাসুদ রানা, এছাহাক আলী, লিটন মিয়া, আবু সাঈদ, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব, সাদাত ওরফে রতন, সরোয়ার হোসেন ওরফে সাবু ও তৌফিকুল ইসলাম।

সরকার পক্ষের আইনজিবী রথিশ চন্দ্র ভৌমিক এ্যাডভোকেট আদালতকে জানান চাঞ্চল্যকর এ মামলায় ১৪ জেএমবির জঙ্গির বিরুদ্ধে চার্জসীট দাখিল করেছে পুলিশ। এদের মধ্যে জঙ্গি বাইক হাসান ও সাদ্দাম হোসেন পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। বাকী ১২ জনের মধ্যে ৯ জঙ্গি গ্রেফতার হবার পর তারা কারাগারে আছে। ৩ জঙ্গি এখনও পলাতক রয়েছে । তিনি আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার আবেদন জানালে বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি আইনের ৩০২/৩৪/১০৯ ধারায় অভিযোগ গঠন করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধূপুর এলাকায় রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা স্থানীয় মাজারের খাদেম ও আওয়ামী লীগ নেতা রহমত আলীকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহত রহমত আলীর ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর