thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

বন্যা মোকাবেলায় সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রীর জরুরী বৈঠক

২০১৭ আগস্ট ১৬ ২২:৪১:১৫
বন্যা মোকাবেলায় সিংড়ায় আইসিটি প্রতিমন্ত্রীর জরুরী বৈঠক

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরী বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে বৈঠকে বন্যা মোকালায় সকল বিভাগকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম,সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌর মেয়র জান্নাতুন ফেরদৌস সহ অন্যান্যরা। পরে বিকেলে প্রতিমন্ত্রী বন্যা কবলিত কতুয়াবাড়ি এলাকা পরিদর্শন করেন।

এদিকে, গত দু’দিনে আত্রাই নদীর পানি বেড়ে বিপদ সীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে নদী তীরবর্তী এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর সহ বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে। জিও ব্যাগ দিয়ে অনেক স্থানে সড়ক রক্ষার চেষ্টা করছে সড়ক বিভাগ। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর