thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সিয়েরা লিয়নে ভূমিধসে ৬০০ মানুষ নিখোঁজ

২০১৭ আগস্ট ১৭ ০৯:৩১:২১
সিয়েরা লিয়নে ভূমিধসে ৬০০ মানুষ নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক : সিয়েরা লিয়নের রাজধানী ফ্রিটাউনের বন্যা ও ভূমিধসের ঘটনায় এখনো ৬০০ মানুষ নিখোঁজ রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরামার এক মুখপাত্র বিবিসিকে এ তথ্য জানায়।

এদিকে প্রেসিডেন্ট আর্নেস্ট সোমবারের এ মর্মান্তিক ঘটনায় সাত দিনের শোক ঘোষণা করেছেন এবং জরুরি সহায়তার জন্য অনুরোধ জানিয়েছেন।

রাজধানী রিজেন্ট এলাকায় ১৪ আগস্টে অতিবৃষ্টি ও বন্যার ফলে পাহাড় ও পাথরধসে নিহত প্রায় ৪০০ জনের দেহ উদ্ধার করা হয়।

রেডক্রস সতর্ক করে দিয়েছে, নিহতদের উদ্ধারে এখনো বিপদজনক পরিস্থিতি বিরাজ করছে সেখানে।

প্রেসিডেন্টের মুখপাত্র আব্দুলাই বারায়াতায় বিবিসিকে জানান, এখনও কাদামাটির ভিতর থেকে লাশ বের হয়ে আসছে।
সোমবার ভোরে প্রচুর বৃষ্টিপাতের ফলে সুগার লোফ পর্বতমালার একাংশে ধস সৃষ্টি হলে পাথর ও মাটি চাপা পড়ে আশেপাশের অনেক বসত বাড়িঘর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দুর্ঘটনায় আক্রান্ত বেশির ভাগ মানুষই এ সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর