thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

মুক্তামনিকে কেবিনে স্থানান্তর

২০১৭ আগস্ট ১৭ ১৫:২৩:৩৫
মুক্তামনিকে কেবিনে স্থানান্তর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত মুক্তামনিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বার্ন ইউনিটের সমন্বয়কারী ডাঃ সামন্ত লাল সেন জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে তাকে কেবিনে নেওয়া হয়েছে।

তিনি জানান, মুক্তার শারীরিক অবস্থা ভালো আছে। আগামী রবিবার সিদ্ধান্ত নেওয়া হবে পরবর্তী অপারেশনের ব্যাপারে।

মুক্তার বাবা মো. ইব্রাহিম হোসেন দ্য রিপোর্টকে বলেন, আমার মেয়ে খুব ভালো আছে। আজকে কেবিনে নিয়ে আসায় এখন সারাক্ষণ তার পাশেই থাকতে পারব।

এর আগে গত শনিবার (১২ আগস্ট) সকাল সোয়া ৮টার দিকে মুক্তাকে ওটিতে নেওয়া হয় এবং সকাল ১১টার দিকে তা শেষ হয়।

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্লাস্টিক সার্জন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা এই অপারেশনে অংশ নেন। বিশেষজ্ঞ টিমে ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, বার্ন ইউনিটের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদসহ এই বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

(দ্য রিপোর্ট/আরএস/এআরই/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর