thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বিশ্বের বেশী আয়ের ১০ নারী তারকা

২০১৭ আগস্ট ১৭ ১৮:০২:৪৫
বিশ্বের বেশী আয়ের ১০ নারী তারকা

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের শীর্ষ আয়ের ১০ নারী তারকার নাম প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এবারের তালিকায় হলিউড অভিনেত্রী জেনেফা লরেন্সকে টপকিয়ে প্রথম স্থান দখল করেছেন লা লা ল্যান্ডের এমা স্টোন। তার আয় প্রায় ২৬ মিলিয়ন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জেনেফার এনিস্টোন। ৪৮ বছর বয়সী এই অভিনেত্রী ২৫ মিলিয়ন ডলায় আয় করেছেন।

গত বছরের সর্বোচ্চ আয় করা জেনিফার লরেন্স প্রথম অবস্থান থেকে সরে গিয়ে তৃতীয় অবস্থানে আছেন। গত বছর এই অভিনেত্রী ৪৬ মিলিয়ন ডলার আয় করলেও এবার ২৪ মিলিয়ন ডলার আয় করেন। চতুর্থ স্থানে আছেন মেলিসা ম্যাককার্থি।

সবচেয়ে বেশী আয় করা নারীর তালিকায় পঞ্চম নামটি মিলা কুনিসের। তিনি এই বছর ১৫ মিলিয়ন ডলায় আয় করেছেন। এই তালিকায় সেরা দশে রয়েছেন- এমা ওয়াস্টোন, শার্লিজ থ্যারন, ক্যাট ব্ল্যানচেট, জুলিয়া রবার্ট, এমি এডামস।

গত বছর স্কারলেট জোহানসন, ফ্যান বিংবিং, দীপিকা পাড়ুকোনের নাম থাকলেও এই বছর তাদের নাম আর নেই। বলিউডের কোন তারকা এবারের সেরা দশে নেই।

ফোবর্সের সেরা আয় করা ১০ অভিনেত্রী

১। এমা স্টোন ( ২৬ মিলিয়ন ডলার)

২। জেনিফার অ্যানিস্টন ( ২৫.৫ মিলিয়ন ডলার )

৩। জেনিফার লরেন্স ( ২৪ মিলিয়ন ডলার )

৪। মেলিসা ম্যাককার্থি ( ১৮ মিলিয়ন দলার )

৫। মিলা কুনিস ( ১৫.৫ মিলিয়ন ডলার )

৬। এমা ওয়াস্টোন ( ১৪ মিলিয়ন ডলার )

৭ । শার্লিজ থেরন ( ১৪ মিলিয়ন দলার)

৮। ক্যাট ব্ল্যন্সসিট (১২ মিলিয়ন ডলার )

৯। জুলিয়া রবার্টস ( ১২ মিলিয়ন ডলার )

১০। অ্যামি অ্যাডামস ( ১১.৫ মিলিয়ন ডলার )

(দ্য রিপোর্ট/পিএস/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর