thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

জাতীয় পার্টির আমলে গুম-খুন হয়নি : এরশাদ

২০১৭ আগস্ট ১৭ ২০:০১:০৩
জাতীয় পার্টির আমলে গুম-খুন হয়নি : এরশাদ

শেরপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘জাতীয় পার্টির আমলে গুম হয় নাই, খুন হয় নাই। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পেরেছে, একথা মানুষ ভুলে নাই। সে সুদিন আবার ফিরে আসবে, জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।’

বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে শেরপুর সদর উপজেলার নন্দীবাজার পোড়ার দোকানের সামনে জেলা জাতীয় পার্টি আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি ছাড়া দেশে আগামীতে নির্বাচন করার আর কোন দল নেই বলে মন্তব্য করে এসময় তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি এখন রাজনীতিতে বড় ফ্যাক্টর। বিএনপির এখন করুণ অবস্থা। অনেক অত্যাচার করেছে তারা, অনেক অবিচার করেছেন মানুষের উপর, আমাদের উপর। আমাদের নেতাকর্মীরা জেল খেটেছে, আমিও খেটেছি।’

জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, একান্ত সচিব মেজর (অব.) খালেদ আকতার, জেলা জাপা’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঠান্ডা, চরপক্ষীমারি ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রমুখ।

এর আগে ৫’শ বন্যার্তের মাঝে ত্রাণ হিসেবে ৫ কেজি করে চাল, ১ কেজি করে ডাল ও ১ কেজি করে লবন বিতরণ করেন এরশাদ।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর