thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

ইসির কাজ মধ্যস্থতা করা নয় : সিইসি

২০১৭ আগস্ট ১৭ ২০:১৫:২৩
ইসির কাজ মধ্যস্থতা করা নয় : সিইসি

দ্য রিপোর্ট ডেস্ক : রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্থতা করা নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি জানিয়েছেন রাজনৈতিক দলগুলোকে ভোটে আনতে ‘সমঝোতার’ কোনো উদ্যোগে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা থাকবে না।

সিইসি বলেছেন, ‘আমোদের কারো কাছে যাওয়ার দরকার নেই। ইসি একটি স্বাধীন সত্তা। আমরা শপথ নিয়েছি- কারো চাপে নতি স্বীকার করবো না। কারো কাছে আত্মসমর্পণ করবো না। কারো কাছে যাবো না।’

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ কথা বলেছেন সিইসি নূরুল হুদা, যার কমিশনের অধীনে আগামী (একাদশতম) জাতীয় নির্বাচন হবে। এ দিন নির্বাচন কমিশন ভবনে সকাল ১০টায় সিইসির সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে টিভি, রেডিওর ২৬ জনের মতো প্রতিনিধি অংশ নেন।

আলোচনায় এক প্রশ্নের জবাবে সিইসি বলেছেন, ‘ভোটে সেনাবাহিনী মোতায়েন হবে কি না- সে সিদ্ধান্ত নেবে ইসি। কেউ চাইল, বা না চাইল- তার ওপর নির্ভর করে কিছু হবে না। পরিবেশ পরিস্থিতিতে যদি প্রয়োজন মনে করি, সবই আসবে। দরকার মনে না করলে সেনাবাহিনী আসবে না। এটা সম্পূর্ণভাবে ইসির ওপর ছেড়ে দিতে হবে।’

বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনুকূল রয়েছে দাবি করে সিইসি বলেছেন, ‘বর্তমানে আমরা অনূকুল ও আস্থাশীল অবস্থানে রয়েছি। কেউ আমাদেরকে ডিস্টার্ব করেনি। কমিশনে কেউ তার দাবি দাওয়া নিয়ে আসেনি। আমরা এখনো পর্যন্ত আস্থাশীল আছি এবং থাকবো।’

আগামী ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির যে সংলাপ শুরু হবে, সেখানে কারো ভোটে আসা-না আসার বিষয়ে কোনো আলোচনা হবে না বলেও জানিয়েছেন কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, ‘আমরা যে ডায়লগ করব পলিটিক্যাল পার্টির সঙ্গে, এটা শুধু ডায়লগ। তাদের কথা শুনব, আমাদের কথা তারা শুনবেন। এ নিয়ে কে আসবে- না আসবে তা নিয়ে আমাদের কোনো ইস্যু থাকবে না।’

সব দলকে নির্বাচনে আনতে ‘মধ্যস্থতাকারীর’ভূমিকা নিতে গণমাধ্যমের প্রতিনিধিদের কারও কারও সুপারিশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেছেন, ‘আমার মনে হয় না… আমি নিতে চাই না।’

বিগত নির্বাচনের আগে বিদেশিদের মধ্যস্থতায় প্রধান দুই দল আওয়াম লীগ ও বিএনপির মধ্যে সংলাপের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘আমরা সবাই ভুলে যাই- আন্তর্জাতিক পর্যায়ের অনেক মেডিয়েটর এসে আমাদের রাজনৈতিক দলের সঙ্গে বসে সমঝোতায় আনতে পারেনি। সেখানে আমি কেন চাইব সে রিস্ক নিতে? অযথা সময় নষ্ট করতে? এটা আমার কাজ না। ভেরি ফার্মলি- এটা আমার কাজ না।’

সিইসি আরো বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সংকল্প ও অঙ্গীকারাবদ্ধ। কারো প্রতি আমাদের দূর্বলতা নেই বা কারো প্রতি কোনো শত্রুতা নেই। আরো প্রতি কোনো আর্কষণও নেই, কারো প্রতি বিকর্ষণও নেই। আমাদের আকর্ষণ-বিকর্ষণ যাই বলেন সেটা রয়েছে নির্বাচনী আইনের প্রতি। এজন্যই আমরা আপনাদের বিরক্ত করছি। ব্যস্ততার মধ্যেও আপনাদের আমন্ত্রণ করেছি। আমরা আপনাদের সহেযোগিতা ও সমর্থন চাই।’

(দ্য রিপোর্ট/জেডটি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর