thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘কোরবানীতে পশুর সংকট হবে না’

২০১৭ আগস্ট ১৭ ২০:৪৬:৩৫
‘কোরবানীতে পশুর সংকট হবে না’

দ্য রিপোর্ট ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কোনো নেতিবাচক প্রভাব এবারের কোরবানীর পশুর বাজারে পড়বে না বলে মন্তব্যে করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। তিনি জানিয়েছেন, আসন্ন ঈদুল আযহায় কোরবানীর পশুর কোনো সংকট হবে না।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘এবারের ঈদে ১ কোটি ১০ থেকে ১৫ লাখ পশু কোরবানী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বিপরীতে সারাদেশে খামার পর্যায়ে কোরবানীর উপযোগী ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার পশু প্রস্তুত রয়েছে। যার মধ্যে গরু হলো ৪৭ লাখ। চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত থাকায় ঈদে কোরবানীর পশুর সংকট হবে না।’

রাজধানীর আগারগাঁও পিকেএসএফ ভবনে বৃহস্পতিবার (১৭ আগস্ট) ‘দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত’ বিষয়ক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসফ) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিকেএসফ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মৎস্য) ড. মো. নজরুল আনোয়ার, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল বক্তব্য রাখেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো জসীম উদ্দিন।

প্রতিমন্ত্রী বলেছেন, ‘গত বছর কোরবানীর ঈদে ১ কোটি ৪ লাখ পশু কোরবানী করা হয়েছিল। প্রতিবছর কোরবানীর সংখ্যা কিছু বাড়ে। সেই হিসাবে এবার ১ কোটি ১০ থেকে ১৫ লাখ পশুর চাহিদা রয়েছে। চাহিদার চেয়ে বেশি পশু রয়েছে আমাদের। তাই এবারের কোরবানীতে পশু ঘাটতির কোনো সম্ভাবনা নেই।

সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নারায়ন চন্দ্র বলেছেন, ‘আমাদের জানা মতে যেসব এলাকায় বন্যা কবলিত হয়েছে; সেখানে ব্যাপক হারে পশু মারা গেছে এমন খবর নেই। তবে কিছু এলাকায় বেশ কিছু গরু, ছাগল এবং ভেড়া মারা গেছে। তাতে ঘাটতি পড়ার সম্ভাবনা নেই। তবে বন্যা কবলিত এলাকায় পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। আমরা সেখানে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করছি।’

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেছেন, ‘এবারের কোরবানীতে ভারতীয় গরু আসার সম্ভাবনা নেই। যদি আইনগত বিষয় ঠিক থাকে তবে গরু আসবে না। কোরবানীর জন্য পর্যাপ্ত পশু প্রস্তুত থাকায় বাইরে থেকে পশু আসাকে আমরা উৎসাহিত করছি না। এতে সাময়িক দর কমলেও পরে খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন।’

(দ্য রিপোর্ট/জেডটি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর