thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২০১৭ আগস্ট ১৮ ১১:১৫:৩৪
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে চলছে টিকিট বিক্রি। টিকিট প্রত্যাশীরা ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে এসে লাইন ধরে টিকিট নিচ্ছেন। শুক্রবার বিক্রি হচ্ছে ২৭ আগস্টের ট্রেনের টিকিট।

সরেজমিনে সকাল ৯টায় কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, মানুষের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

তারা জানায়, ভিড় থাকলেও তা অসহনীয় নয়। কথা বলে জানা যায়, টিকিট প্রত্যাশীদের মধ্যে অধিকাংশই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, মোট ২৩টি কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ২২ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামুল কবীর সোহাগ বলেন, ‘যশোরের টিকেটের জন্য লাইনে দাঁড়িয়েছি সকাল ৬টায়। এখন ৯টা। যেভাবে লাইন আগাচ্ছে আরো দুই ঘণ্টার মতো লাগতে পারে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্টের শিক্ষার্থী মোস্তাক আহমেদ টিকিট পেয়েছেন। তিনি বলেন, ‘টিকিট পেয়ে খুব ভালো লাগছে। আমি ভোর ৫টায় লাইনে দাঁড়িয়েছি। তখন এসেও দেখি অনেকেই আরো আগে থেকে এসে লাইনে দাঁড়িয়েছেন।’

কোন দিনের টিকিট কবে?

২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকিট ১৮ আগস্ট, ২৮ আগস্টের যাত্রীদের টিকিট ১৯ আগস্ট, ২৯ আগস্টের যাত্রীদের টিকিট ২০ আগস্ট, ৩০ আগস্টের যাত্রীদের টিকিট ২১ আগস্ট, ৩১ আগস্টের যাত্রীদের অগ্রিম টিকিট ২২ আগস্ট বিক্রি করা হবে।

(দ্য রিপোর্ট/এআরই/আগস্ট ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর