thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

২০১৭ আগস্ট ১৮ ১৮:৩৮:২৯
রাজধানীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আজিমপুর অগ্রনী স্কুল ও কলেজের পাশে পুকুরের পানিতে ডুবে রাকিব হাসান রায়হান (১৪) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রাকিব বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র ছিল।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে পাঁচ-ছয়জন বন্ধু মিলে আজিমপুরের পুকুরে গোসল করতে যায় রাকিব। পরে সেখানে পানিতে ডুবে যায় সে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরীরা পানির নিচ থেকে অচেতন অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত স্কুল ছাত্রের খালাতো ভাই ইব্রাহীম হোসেন জানান, রাকিবের গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার রতিপুর গ্রামে। তার বাবা মজিবুর রহমান বুয়েটের চতুর্থ শ্রেণির কর্মচারী। পরিবার নিয়ে তারা বুয়েট স্টাফ কোয়াটারে থাকে। ১ ভাই ১ বোনের মধ্যে রাকিব সবার বড়।

তিনি আরও জানান, দুপুর ১২টার পর ৫/৬ জন বন্ধু মিলে আজিমপুর পুকুরে গোসল করতে যায়। কিছুটা সাঁতারও জানতো রাকিব। তবে, গোসল করার সময় সাঁতরে পুকুরের মাঝখানে গেলে সে পানিতে তলিয়ে যায়। বন্ধুরা মিলে অনেক খুজাখুজির পরও তাকে পায়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরীদল তাকে উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে ডুবুরী দল রাকিবকে পুকুরের পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া রাকিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএস/এজে/আগস্ট ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর