thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সরকার দূর্যোগ মোকাবেলায় সফল, দাবি ত্রাণমন্ত্রীর

২০১৭ আগস্ট ১৮ ২১:০৪:৪২
সরকার দূর্যোগ মোকাবেলায় সফল, দাবি ত্রাণমন্ত্রীর

ঠাকুরগাঁও প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দাবি করেছেন দেশে সাম্প্রতিক দূর্যোগ সরকার সফলতার সাথে মোকাবেলা করেছে। শুক্রবার (১৮ আগস্ট) ঠাকুরগাঁওয়ে বন্য দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে এ দাবি করেছেন তিনি।

বিএনপি নেত্রী বিদেশ বসে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে উল্লেখ করে ত্রাণমন্ত্রী বলেছেন, ‘যে সময়ে দেশের মানুষ বন্যা মোকাবেলা করছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া তখন লন্ডনে বসে কিভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করবেন, সে ব্যাপারে দেশবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত। দেশের ১১ টি জেলা এখন পর্যন্ত পানির নিচে। হাওড় এলাকার বিপর্যয়, পাহাড় ধস ও ঘূর্ণিঝড় মোকাবেলার মতো দূর্যোগের পাশাপাশি বর্তমানে মারাত্মক বন্যার ত্রাণ ও পূনর্বাসন সরকার অত্যন্ত সফলভাবে করছে, যা নিয়ে কোথাও সরকারের বিরূদ্ধে কোনো অভিযোগ নেই।’

এসময় তিনি উপস্থিত জনতাকে প্রশ্ন করে বলেন, ‘চট্টগ্রামে পাহাড় ধসে ১৬৬ জনের মৃত্যু বা বর্তমান বন্যায় কোথাও কি আপনারা খালেদা জিয়াকে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে দেখেছেন?’

মায়া আরও বলেন, ‘হাওড়ে বন্যাসহ কোনো দূর্যোগেই যখন বিএনপিকে মানুষ দেখছেন না, সে সময়ে তাঁর মহাসচিব মির্জা ফখরুল আধাবস্তা চাউল নিয়ে বন্যার্তদের পাশে গিয়ে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন।’

দুর্গতদের সব দ্বায়িত্ব সরকার নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ সদস্য , প্রশাসন সবাই মিলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করুন। ক্ষতির পরিমাণ চিহ্নিত করুন। সরকারের হাতে পর্যাপ্ত ব্যবস্থা আছে। যদি খতির পরিমাণ এক’শ হয় সরকার দেবে এক’শ দশ। প্রত্যেক বন্যার্ত যতদিন স্বাভাবিক সুস্থ্য পরিবেশে না ফিরতে পারবেন, ততদিন তাদের খাদ্য চিকিৎসা ঘর নির্মাণসহ সব দ্বায়িত্ব সরকার নিচ্ছে।’

সত্যিকার বন্যার্তরাই যেন ত্রাণ ও প্রয়োজনীয় সরকারি সাহায্য পান সেদিকে খেয়াল রাখার আহবান জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে কোনো দূর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না।’

জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-পঞ্চগড় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম মোস্তফা, ও মহাপরিচালক রিয়াজ আহমেদ।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর