thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ মার্চ 24, ১৩ চৈত্র ১৪৩০,  ১৭ রমজান 1445

টাঙ্গাইলে নেতা গ্রেফতারের প্রতিবাদে মিছিল, পুলিশের লাঠিচার্জ

২০১৭ আগস্ট ১৯ ০৮:৪৪:৩৭
টাঙ্গাইলে নেতা গ্রেফতারের প্রতিবাদে মিছিল, পুলিশের লাঠিচার্জ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক তানভীর ইসলাম হিমেলকে আটক করেছে পুলিশ। প্রতিবাদে রাত নয়টার দিকে জেলা ছাত্রলীগের মিছল থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের লাঠিচার্জ করে। এ সময় কমপক্ষে ১৫ জন ছাত্রলীগ নেতা কর্মী আহত হন।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, গত ১১ আগস্ট শহরের থানাপাড়া এলাকায় ছাত্রলীগ কর্মী রিয়াদকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আহত রিয়াদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মীর তানজিলকে প্রধান আসামী করে ১১ জনের নামসহ অজ্ঞাতনামা আরো ২০ জনের নামে একটি মামলা দায়ের করেন। রাত নয়টার দিকে পুলিশ হিমেলকে আটক করে।

এদিকে হিমেলের আটকের খবর তাৎক্ষনিক শহরে ছড়িয়ে পরলে ছাত্রলীগের নেতাকর্মীরা হিমেলকে মুক্তির দাবিতে মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে তারা শহরের নিরালা মোড়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ১৫ নেতা কর্মী আহত হন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর