thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বার্সেলোনা-ক্যামব্রিলসে হামলার মূল সন্দেহভাজন নিহত

২০১৭ আগস্ট ১৯ ০৯:০৫:৩৪
বার্সেলোনা-ক্যামব্রিলসে হামলার মূল সন্দেহভাজন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : বার্সেলোনায় বৃহস্পতিবার গাড়ি হামলার ঘটনায় মূল সন্দেহভাজন মুসা ওকাবির পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ হামলার পর ক্যামব্রিলসের কাছে আরেকটি হামলার চেষ্টা করা হলে সেখানে পুলিশের গুলিতে মোট ৫ ব্যক্তি নিহত হয়। যার মধ্যে মুসা ওকাবির একজন। খবর- বিবিসি ওয়ার্ল্ডের।

পুলিশ আগেই বলেছিল যে, তারা ওকাবির ছাড়াও আরও তিনজনকে খুঁজছে। যার মধ্যে ওকাবির এখন নিহত। এর আগে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ।

বার্সেলোনার রামব্লাসের গাড়ি হামলার গাড়িটি ভাড়া নিয়েছিলেন ওকাবির। এ হামলায় নিহত হয় ১৩ জন। বৃহস্পতিবার শহরের পর্যটনপ্রিয় এলাকায় ভীড়ের মধ্যে গাড়ি হামলা চালিয়ে এ হত্যা করা হয়।

পুলিশ বলছে, সন্দেহভাজনেরা আরো সুশৃঙ্খল আক্রমণের পরিকল্পনা করছে।
ওকাবির উত্তর কাতালানের স্পেনিশ নাগরিক। তিনি নিজের ভাইয়ের কাগজপত্র নিয়ে হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া নিয়েছিলেন।

পরবর্তীতে কয়েক ঘন্টার ব্যবধানে রাতে আরেকটি গাড়ি হামলা চালানোর প্রচেষ্টাকালে ওকাবিরসহ পাঁচ জন হামলাকারীকে হত্যা করে পুলিশ। এ গাড়ি হামলায় এক নারী নিহত হন, আহত হন ছয় জন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর