thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

তুলশীগঙ্গা নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত আক্কেলপুর

২০১৭ আগস্ট ১৯ ২১:১৯:৪২
তুলশীগঙ্গা নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত আক্কেলপুর

জয়পুরহাট প্রতিনিধি : সার্বিকভাবে জয়পুরহাটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকালে আক্কেলপুরের পারঘাটি এলাকায় তুলশীগঙ্গা নদীর বাঁধ ভেঙ্গে নতুন করে প্লাবিত হয়েছে শহরের ডাকবাংলাসহ বেশ কিছু এলাকা। স্থানীয় জনতা বাঁধটি মেরামত করার চেষ্টা করছে।

স্থানীয়রা জানান,হঠাৎই সকালে বাঁধ ভাঙ্গার খবরে স্থানীয়দের মনে আতংক বিরাজ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই বেশ কিছু ঘরবাড়ি তলিয়ে যায়।

তারা অভিযোগ করেছেন বাঁধটি কয়েকদিন ধরে ঝুকিপুর্ণ থাকলেও পানি উনয়ন বোর্ড কোন উদ্যোগ নেয়নি।

আক্কেলপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ জানান, পৌর এলাকায় তেমন পানি ছিলনা, বাঁধ ভাঙ্গার কারনেই শহরে পানি উঠেছে।

আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারনেই এমন ঘটনা ঘটেছে।

এদিকে জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী একেএম নজমুল হক জানান, গত কয়েকদিন ধরেই তুলশীগঙ্গা নদীর পানি বিপদ সীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল দুদিন থেকে বিপদ সীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। পানি কিছুটা কমলেও স্রোত রয়েছে সেকারনে বাঁধ ভাঙছে তবে তারা সার্বক্ষণিক তদারকি করছেন এবং বাঁধ মেরামতের চেষ্টা করছেন।

গত কয়েকদিন ধরেই উজান থেকে নেমে আসা পানিতে তুলশীগঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছোট যমুনা নদী বিপদ সীমার ৭ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা কবলিত মানুষদের জন্য জেলা প্রশাসন থেকে ৮০ হাজার টাকা এবং ৪০ টন চাল বিতরন করা হয়েছে। অন্যান্য এলাকার বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু এলাকায় কোন ত্রানই পৌছেনি।

জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুল আহসান জানান, বন্যাদূর্গত এলাকার জন্য ৯টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন আক্কেলপুর এলাকায় বন্যার্তদের মাঝে নগদ ৪ লাখ টাকা বিতরন করেছেন।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর