thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর প্রধান গাইড বাঁধে ধস

২০১৭ আগস্ট ১৯ ২২:৪৫:১৪
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর প্রধান গাইড বাঁধে ধস

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে প্রধান গাইড বাঁধে ২০ মিটারে ধস দেখা দিয়েছে। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত থেকে প্রায় ২৫০ মিটার দক্ষিণে কালিহাতী উপজেলার গোহালি বাড়ি ইউনিয়নের গড়িলাবাড়ী বটতলা এলাকায় এ ধস দেখা দেয়। স্থানীয়রা ধস ঠেকাতে চেষ্ট করে যাচ্ছে।

স্থানীয়রা জানান, যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। গত ৪৮ ঘন্টায় যমুনা নদীর পানি ৪০ সেন্টিমিটার কমেছে। এতে করে যমুনা নদীর স্রোতের তীব্রতা বেড়ে গেছে। সন্ধ্যায় স্থানীয়রা সেতু থেকে ২৫০ মিটার দক্ষিণে প্রধান গাইড বাঁধের পাশে নদীর পানিতে ঘূর্ণী দেখতে পায়। এর কিছুক্ষণ পরের ওই স্থানে ২০ মিটার জুড়ে ধস দেখা দেয়। স্থানীয়রা গাছ ও বাঁশ ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ওয়াসিম আলী ধসের বিষয়টি স্বীকার করেছেন।

তিনি বলেন, বিষয়টি সেতুর প্রধান অফিসে জানানো হয়েছে। সেখান থেকে বিশেষজ্ঞ টিম সার্ভে করার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর