thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৮ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

ঢাকায় হয়ে গেল ফেরদৌস-ঋতুপর্ণার ফ্যাশন শো

২০১৭ আগস্ট ২০ ২৩:২৮:৫৩
ঢাকায় হয়ে গেল ফেরদৌস-ঋতুপর্ণার ফ্যাশন শো

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ঢাকায় হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক ফেরদৌস ও কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্তের ফ্যাশন শো। গেল ১৮ আগস্ট গুলশানে ফ্যাশন জগতের জনপ্রিয় প্রতিষ্ঠান প্রেমস্ কালেকশন আয়োজন করে এ ফ্যাশন শো’র।

আসছে ঈদের আনন্দকে আরও রাঙ্গিয়ে দিতে জাঁকজমকপূর্ণ এ ফ্যাশন শোতে প্রদর্শিত হয় বাংলাদেশী ও ভারতীয় শাড়ীর বিশাল সমারহ।

আকর্ষণীয় ওই ফ্যাশন শোতে অংশ নেওয়া ছাড়াও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন ক্রেতাদের সাথে আড্ডা ও ছবি তোলায় মেতে ওঠেন।

প্রেমস্ কালেকশনের প্রদর্শনীরর মধ্যে ভারতের ১৬ টি রাজ্যেও প্রসিদ্ধ শাড়ী যেমন- কাঞ্জিভরম, চুড়িদার, চান্দেরী বেনারশী, পচামপল্লী, তাঁত ও ভাগলপুরী এবং বাংলাদেশের জামদানী ও রাজশাহী এর ঐতিহ্যবাহী শাড়ী তুলে ধরা হয়।

আয়োজকদের পক্ষে জানানো হয়, ক্রেতাদের যুগোপযোগী নতুন-নতুন ডিজাইনের পোশাক উপহার দিতে ভবিষ্যতে তাদের এ ধরণের উদ্যোগ অব্যহত থাকবে।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে