thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৪ অক্টোবর ১৪৩৯

নায়করাজ স্মরণে মিউজিক স্টেশন

২০১৭ আগস্ট ২৪ ১২:০৫:১১
নায়করাজ স্মরণে মিউজিক স্টেশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : এখনো শোকের রেশ কাটেনি। ২ দিন আগে গত হয়েছেন বাংলা চলচ্চিত্রের মহানায়ক রাজ্জাক। প্রায় ৫০০ সিনেমায় অভিনয় করা এ নায়কের লিপসিং এ এসেছে অসংখ্য জনপ্রিয় কালজয়ী গান।

এবার তাকে নিয়ে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘নায়করাজ রাজ্জাক ট্রিবিউট মিউজিক স্টেশন’ প্রচার হবে। অনুষ্ঠানে গান করবেন খুরশিদ আলম, দিঠি আনোয়ার ও আতিক হাসান।

অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে শিল্পীরা দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন নায়করাজ রাজ্জাকের জীবনের নানা বিষয় নিয়ে। এছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নায়করাজের সহশিল্পী, নির্মাতা,গীতিকার ও কন্ঠশিল্পীরা।

শাহ আমীর খসরুর প্রযোজনায় মিউজিক স্টেশন প্রচার হবে আরটিভিতে ২৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে।

(দ্য রিপোর্ট/পিএস/এনআই/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে