thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সঙ্গীতশিল্পী আব্দুল জব্বার

২০১৭ আগস্ট ২৭ ১৪:০৬:০৭
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সঙ্গীতশিল্পী আব্দুল জব্বার

দ্য রিপোর্ট প্রতিবেদক : সত্তর দশকের জনপ্রিয় কিংবদন্তীসঙ্গীতশিল্পী আব্দুল জব্বার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

একুশে পদক ও স্বাধীনতা পদক পাওয়া এই আব্দুল জব্বার শনিবার (২৬ আগস্ট) রাত থেকেই কোমায় রয়েছেন। তাকে লাইফ সাপর্টে রাখা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক দেবব্রত বণিক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জব্বার কিডনি, হার্ট, প্রস্টেটসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। এখন তার শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তার শরীর এখন আর কোনো চিকিৎসা গ্রহণ করছে না। দেহের বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ছে।

এদিকে আব্দুল জব্বারের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে আইসিইউর সামনে অনেকেই এসে ভিড় করেছেন।

স্বাধীনস বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী ‘সালাম সালাম হাজার সালাম’, ‘জয় বাংলা বাংলার জয়, ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’সহ অসংখ্য কালজয়ী গানের অন্যতম কণ্ঠসৈনিক হিসেবে পরিচিত রয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর