thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৪ অক্টোবর ১৪৩৯

আরটিভিতে সাত দিনব্যাপি মোশাররফ করিম উৎসব

২০১৭ আগস্ট ২৭ ১৪:২২:৩৬
আরটিভিতে সাত দিনব্যাপি মোশাররফ করিম উৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সাতটি নাটক প্রচার হবে আরটিভির ঈদের অনুষ্ঠানমালায়। এই সাতটি নাটক নিয়ে চ্যানেলটি আয়োজন করছে মোশাররফ করিম উৎসব। প্রতিদিন রাত ৭ টা ১০ মিনিটে প্রচার হবে নাটকগুলো।

নাটকগুলো হলো- ‘চলতে চলতে’, পরিচালনা: মাইদুল রাকিব, অভিনয়ে: মোশাররফ করিম, পিয়া বিপাশা প্রমুখ। ‘সরল মানুষ’, পরিচালনা: শামীম জামান, অভিনয়ে: মোশাররফ করিম, রুনা খান, তাসনুভা তিশা প্রমুখ।

‘ডাকাত’, পরিচালনা: এল আর সোহেল, অভিনয়ে: মোশাররফ করিম, তাসনুভা এলভিন, হাসনাত রিপন প্রমুখ। ‘এক চামচ পুষ্টিকর প্রোটিন’, পরিচালনা: অভ্র মাহমুদ, অভিনয়ে মোশাররফ করিম, উর্মিলা শ্রাবন্তি কর, সাব্বির প্রমুখ।

‘থার্ড পারসন’, পরিচালনা: রিপন মিয়া, অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, নাজিরা মৌ প্রমুখ। ‘উৎকোচ’, পরিচালনা: শাহ মোহাম্মদ রাকিব, অভিনয়ে: মোশাররফ করিম, প্রভা, নাদিয়া, টয়া, সাবিলা প্রমুখ।

‘বডিগার্ড হোসেন’, পরিচালনা: শামীম জামান, অভিনয়ে: মোশাররফ করিম, শখ, শামীম জামান, সোহেল খান প্রমুখ।

(দ্য রিপোর্ট/পিএস/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে