thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

পবিত্র হজ পালনে মিনার উদ্দেশে রওনা আজ

২০১৭ আগস্ট ২৯ ০৯:৪০:৪০
পবিত্র হজ পালনে মিনার উদ্দেশে রওনা আজ

দ্য রিপোর্ট ডেস্ক : ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালন করতে মঙ্গলবার (২৯ আগস্ট) মিনার উদ্দেশে রওনা হবেন।

মঙ্গলবার এশার নামাজ পড়ে মিনার উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন মোয়াল্লেম। হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

মিনা প্রায় মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন। তারা পাঁচ দিন মিনা, আরাফাত, মুজদালিফা, মক্কা ও মিনায় অবস্থান করবেন হজের অংশ হিসেবে।

প্রত্যেক হজযাত্রীকে নিজ নিজ মোয়াল্লেম কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়, কখন মিনার উদ্দেশে রওনা দেওয়া হবে। একই সঙ্গে দেওয়া হয় মিনার তাঁবু নম্বরসংবলিত কার্ড। ওই কার্ড সব সময় গলায় ঝুলিয়ে রাখতে হয়।

একইভাবে মিনা, আরাফাত, মুজদালিফায় কীভাবে ও কখন রওনা হবেন, তা-ও জানিয়ে দেওয়া হয় আগেভাগে।

৮ জিলহজ মিনায় সারা দিন এবং ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় ১৫ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হজযাত্রীরা।
আরাফাত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মুজদালিফায় রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন
হজযাত্রীরা।

১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরে আসবেন। মিনায় এসে বড় শয়তানকে পাথর মারা, দমে শোকর বা কোরবানি ও মাথা মুণ্ডন বা চুল ছেঁটে মক্কায় কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া সাঈ করবেন।

বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় আসা হজযাত্রীরা ৭ ও ৮ মোয়াল্লেমের অধীনে থাকবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে আসা হজযাত্রীরা থাকবেন বিভিন্ন মোয়াল্লেম নম্বরের অধীনে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর