thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৪ অক্টোবর ১৪৩৯

ভাই-বোনের নতুন গান

২০১৭ আগস্ট ২৯ ১০:০৫:৫১
ভাই-বোনের নতুন গান

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুভাশিস সিনহা একাধারে কবি, নাট্যকার, নির্দেশক, সংগঠক। গান লিখেও প্রশংসা কুড়িয়েছেন। শুভাশিসের লেখা এবং সঞ্জীব চৌধুরীর গাওয়া ‘এই কান্না ভেজা আকাশ আমর ভালো লাগে না’ গানটি শ্রোতামহলে দারুণ জনপ্রিয়।

শুভাশিস সিনহার লেখা নতুন গান ‘ভুল হতে এসেছিলে তুমি’ ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভাশিসের বড় বোন শর্মিলা সিনহা।

উল্লেখ্য, শুভাশিস সিনহার লেখা ‘আমি মেঘে মেঘে’ এবং ‘এতো আলো নিয়ে চাঁদ একলা’ শিরোনামের দুটি গান শর্মিলা সিনহার কণ্ঠে এর আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে। এবার ভাই-বোনের তৃতীয় গান প্রকাশ হলো।

‘ভুল হতে এসেছিলে তুমি’ গানটির সংগীতায়োজন করেছেন শান। সার্বিক পরিকল্পনায় ছিলেন নির্ঝর চৌধুরী। সুমন দাশ ইউটিউবের জন্য গানটির একটি ভিডিওচিত্র তৈরি করেছেন। গত ২৭ আগস্ট গানটি প্রকাশিত হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জ্যোতি সিনহা।

শুভাশিস সিনহা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসকে ঘিরে গানটি প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/পিএস/এনটি/আগস্ট ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে