thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

কুতুপালংয়ে তুর্কি ফার্স্টলেডি

‘রোহিঙ্গাদের পাশে থাকবে তুরস্ক’

২০১৭ সেপ্টেম্বর ০৭ ১৬:৫৪:১৫
‘রোহিঙ্গাদের পাশে থাকবে তুরস্ক’

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। এ সময় তিনি বলেছেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে থাকবে এবং সব রকমের সহযোগিতা করবে তুরস্ক সরকার।’

মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণকেও ধন্যবাদ জানিয়েছেন তুর্কি ফার্স্ট লেডি। রোহিঙ্গা মুসলমানদের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের জীবনমান উন্নয়নেও তুরস্ক সাহায্যের হাত সম্প্রসারিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শন করতে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। বেলা ১২টার দিকে তিনি তুরস্কের একটি বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। সেখান থেকে সড়ক পথে প্রথমে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেগলুত কাভাসোগলু, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সঙ্গে ছিলেন। দুপুর দেড়টায় তুরস্কের ফাস্ট লেডি এমিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এসে পৌঁছান। এ সময় ক্যাম্পের দেশি-বিদেশি কর্মকতারা তাকে স্বাগত জানান।

ব্যাপক সহিংসতার মুখে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশ ভ্রমণে এসেছেন এমিনি এরদোয়ান। বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর