thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮, ১৩ আষাঢ় ১৪২৫,  ১১ শাওয়াল ১৪৩৯

‘৩৫ লাখ শরণার্থী শিশু স্কুলে যেতে পারে না’

২০১৭ সেপ্টেম্বর ১২ ১৬:৪৮:০৪
‘৩৫ লাখ শরণার্থী শিশু স্কুলে যেতে পারে না’

দ্য রিপোর্ট ডেস্ক : জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএসএইচসিআর) পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৩৫ লাখ শরণার্থী শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এ সংখ্যা বিশ্বের মোট শরণার্থী শিশুর অর্ধেকের বেশি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়ে শরণার্থী শিশুদের জন্য বড় ধরণের অর্থ সহায়তার আহবান জানিয়েছে ইউএসএইচসিআর।

সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ থেকে ১৭ বছর বয়সী বিশ্বের মোট ৬৪ লাখ শরণার্থী শিশুর মধ্যে প্রায় ৩৫ লাখ শিশু গতবছর একদিনও স্কুলে যাওয়ার সুযোগ পায়নি। তবে এর আগের বছরের (২০১৫) তুলনায় এ ক্ষেত্রে সামান্য অগ্রগতি হয়েছে। কেননা, ওই বছর স্কুলে যেতে না পারা শরণার্থী শিশুর সংখ্যা ছিল প্রায় ৩৭ লাখ।

ওই প্রতিবেদনে সংস্থার প্রধান ফিলিপো গ্রান্ডি বলেছেন, ‘শরণার্থী থাকা দেশগুলোর টেকসই উন্নয়ন ও শান্তির জন্যে এসব শরণার্থী শিশুর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

ফলে জাতিসংঘের এ সংস্থা শরণার্থী শিক্ষা খাতে জরুরি ভিত্তিতে বিনিয়োগ বাড়াতে দাতা দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবররে