thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সাবেক গণপূর্ত সচিব শওকতকে দুদকে জিজ্ঞাসাবাদ

২০১৪ ফেব্রুয়ারি ২৭ ১৪:৪৬:৩১
সাবেক গণপূর্ত সচিব শওকতকে দুদকে জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজউক থেকে অবৈধভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইতোমধ্যেই তাকে তলব করে নোটিশ করা হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করবেন। দুদক সূত্র দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সকালে তার এ অভিযোগের প্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদক সূত্র জানায়, সচিব ড. খন্দকার শওকত হোসেন গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট বরাদ্দ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ অভিযোগের সত্যতা যাচাই করার জন্য রাজউক চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন সচিব খন্দকার শওকত হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হবে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমডি/আরকে/ফেব্রুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর