thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রোহিঙ্গা সংকট

মিয়ানমারের পক্ষেই ফের চীনের অবস্থান

২০১৭ সেপ্টেম্বর ১২ ১৯:৫৮:০৩
মিয়ানমারের পক্ষেই ফের চীনের অবস্থান

দ্য রিপোর্ট ডেস্ক : রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন জরুরি বৈঠক ডেকেছে ঠিক সেই সময়টায় মিয়ানমারের পক্ষে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নিরাপত্তা পরিষদের সদস্য চীন। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর যে অভিযানকে জাতিসংঘ মানবাধিকার কমিশন জাতিগত নির্মূল অভিযান বলে আখ্যা দিয়েছে, চীন আবারও সেই অভিযানের প্রতিই সমর্থন জানিয়েছে। ফলে রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের এই বৈঠকের আগে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

নিউ ইয়র্কে বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠকটি ডাকা হয়েছে।

জানা গেছে, ব্রিটেন এবং সুইডেনের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই জরুরি বৈঠক ডাকা হয়েছে। কিন্তু সেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক হত্যা-নির্যাতন-নিপীড়নের অভিযোগে মিয়ানমারের ব্যাপারে কোনো সিদ্ধান্তের সম্ভাবনা এখনো পর্যন্ত ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। কারণ, নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য দেশের যে কোনো দেশ একটি যদি কোনো প্রস্তাব বা সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেয়, তাহলে সেটি আটকে যায়। রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদের তেমনটাই (মতপার্থক্য) বৈঠকে তাই ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কেননা, রোহিঙ্গা প্রসঙ্গে মিয়ানমার সরকারের সব কর্মকাণ্ডেই সমর্থন দিয়ে আসছে চীন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চীন আবারও বলেছে, তারা 'শান্তি ও স্থিতিশীলতা' রক্ষায় মিয়ানমার সরকারের পাশে আছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘মিয়ানমার সরকার তাদের জাতীয় উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার যে চেষ্টা করছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তার পাশে থাকা।’

ধারণা করা হচ্ছে, বুধবারের বৈঠকে মিয়ানমারের নিন্দা করে কোনো প্রস্তাব আনা না যায় সেজন্যই চীন মিয়ানমারের পক্ষে এই বিবৃতি দিয়েছে।

নিরাপত্তা পরিষদের কালকের বৈঠকে রাশিয়ার অবস্থানও মিয়ানমারের পক্ষে বলে মনে করা হচ্ছে।

জাতিসংঘের কূটনীতিকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোহিঙ্গা সংকটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো মাথা গলাক, সেটা চীন চায় না।

নিরাপত্তা পরিষদের আরেক স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র অবশ্য রোহিঙ্গা সংকটের ব্যাপারে তাদের দীর্ঘ নীরবতা ভেঙ্গেছে। যুক্তরাষ্ট্র বলেছে, সহিংসতার মুখে যেভাবে রোহিঙ্গারা তাদের বাড়ীঘর ছাড়া হয়েছে তাতে বোঝা যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সেখানে বেসামরিক মানুষকে নিরাপত্তা দিচ্ছে না।

উল্লেখ্য নিরাপত্তা পরিষদে গত সপ্তাহে আরেকটি বৈঠকেও চীন মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছিল।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর