thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

২০১৭ সেপ্টেম্বর ১৩ ০৮:৫৯:০২
নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণ, ব্যবসায়ী নিহত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান-মিয়ানমার সীমান্ত এলাকানাইক্ষ্যংছড়িতেপুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতেবান্দরবানেরনাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাশেম উল্লাহর (৪২)। তার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শ গ্রামে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে সীমান্তের ৪৪নং পিলারের কাছে রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান হাশেম উল্লাহ। এ সময় পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত রোহিঙ্গা আবদুল কাদেরকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার কামাল জানান, দুটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত ও এক রোহিঙ্গা আহত হয়েছে। আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর