thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮, ২ শ্রাবণ ১৪২৫,  ৩ নভেম্বর ১৪৩৯

সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ যৌনজীবন

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৪:৩২:০৭
সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ যৌনজীবন

দ্য রিপোর্ট ডেস্ক: মানুষের জীবনে এই যুগে পরিবর্তন এসেছে বিস্তর। প্রভাব পড়ছে মানুষের যৌনজীবনেও। অথচ সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ যৌনজীবনও। দীর্ঘ গবেষণার পর কোন বয়সে কত বার যৌনমিলন করা উচিত, তা বাতলে দিলেন বিজ্ঞানীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের ১ হাজার ১৭০ জনের সাক্ষাতকার নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির দ্য কিনসে ইনস্টিটিউটের গবেষণায় পাওয়া গিয়েছে, ৩০ বছরের নীচে বয়সিদের সাধারণত দিনে দুবার সঙ্গমে লিপ্ত হওয়া উচিত। মানে বছরে ১২২ বার।

৩০-৩৯ বছরের মধ্যে যাদের বয়স তারা খানিকটা কম সেক্স করেন। ১.৬ বার প্রতি সপ্তাহে। মানে বছরে ৮৬ বার।

যাদের বয়স ৪০-৪৯ বছরের মধ্যে, তাঁরা সবচেয়ে কম যৌনতায় লিপ্ত হন।

১৮-২৯ বছরের মধ্যে যাদের বয়স, তাদের অর্ধেক।

গবেষক জাস্টিন লেহমিলার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার কথায়, যৌন মিলনের চাহিদা কেবল বয়সের কারণেই কমে যায় না। কমে যায় আবেগ কমে যাওয়ার কারণেও। যারা নিজেদের সর্বদা বয়স্ক ভাবেন, নেতিবাচক চিন্তাভাবনা করেন, তাদের যৌনমিলনের হার সবচেয়ে কম। এরফলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বিভিন্ন রোগে আক্রান্ত হন।

সূত্র: জিনিউজ।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবররে