thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী

বিএনপি নেতাদের বিদেশের সম্পদের খোঁজ চলছে

২০১৭ সেপ্টেম্বর ১৩ ১৯:৩৮:৫৬
বিএনপি নেতাদের বিদেশের সম্পদের খোঁজ চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারসহ বিএনপি নেতাদের বিদেশে যেসব সম্পদ রয়েছে, সেই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় সংসদের বুধবারের (১৩ সেপ্টেম্বর) অধিবেশনে জাতীয় পার্টির ফখরুল ইমামের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী এ কথা বলেছেন।

ফখরুল ইমাম গ্লোবাল ইনটেলিজেন্স নেটওয়ার্কের এক প্রতিবেদন উদ্ধৃত করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিএনপি নেতাদের বিদেশে সম্পত্তির ফিরিস্তি তুলে ধরে সে বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান।

তিনি বলেন, ‘শুধু দুবাই নয়, অন্তত ১২টি দেশে জিয়া পরিবারের সম্পদ আছে, যার প্রাক্কলিত মূল্য এক হাজার ২০০ কোটি টাকা। সৌদি আরবে জনৈক আহম্মদ আল আসাদের নামে আল আরাফা শপিং মলটির মালিক হলেন বেগম জিয়া। কাতারে বহুতল বাণিজ্যক ভবন টিপরা.. এটার মালিকও উনি।’

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্যগুলো যখন বের হয়েছে, তখন নিশ্চয়ই আমাদের কাছে তা আছে। এটা নিয়ে তদন্ত চলছে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের অধীনে মানি লন্ডারিংয়ের জন্য একটি তদন্তের ব্যবস্থা আছে। সেই সূত্রেও তদন্ত করা হচ্ছে। এই তদন্তেরর মধ্য দিয়ে সত্যতা যাচাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

কাতারে বহুতল বাণিজ্যিক ভবন ‘ইকরা’র মালিক খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো। খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের নামে কানাডায় তিনটি বাড়ি রয়েছে। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের মেরিনা বে হোটেল অ্যান্ড রিসোর্টের ১৩ হাজার শেয়ারের মালিক বলে দাবি করেন ফখরুল ইমাম।

তিনি বলেন, ‘খন্দকার মোশারফের সিঙ্গাপুরে দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। মালয়েশিয়ায় রয়েছে তিনটি অ্যাপার্টমেন্ট।’

লন্ডনে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদ ও আমিনুল হকের অ্যাপার্টমেন্ট রয়েছে বলে দাবি করেন ফখরুল ইমাম।

মির্জা আব্বাসের স্ত্রী ও সন্তানের নামে দুবাই ও সিঙ্গাপুরে অ্যাপার্টমেন্ট থাকার দাবিও করেন তিনি। মালয়েশিয়ায় আফরোজা আব্বাসের নামে ‘সিটি সেন্টার-২’ এ তিনটি ২৫০০ বর্গফুটের বাণিজ্যিক জায়গা রয়েছে বলেও জাতীয় পার্টির এমপির দাবি।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খানের সিঙ্গাপুরে অ্যাপার্টমেন্ট থাকার তথ্যও সংসদে দেন তিনি।

এসব তথ্য তুলে ধরার জন্য সংসদে প্রধান বিরোধী দলের নেতা ফখরুলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সম্পদ যারা লুটে নিয়েছে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করে যখনই আমরা এই বিষয়ে সঠিক তথ্য পাবো.. নিশ্চয়ই তা ফেরত আনার ব্যবস্থা নেব। ইতোমধ্যে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। তদন্তের স্বার্থে সব আমি এই মুহূর্তে বলতে পারলাম না।’

সিঙ্গাপুর থেকে কোকোর টাকা ফেরত আনার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘যেহেতু জিআইএন রিপোর্টটা দিয়েছে; কাজেই এই রিপোর্ট আমাদের কাছে আছে এবং এটার উপর তদন্ত চলছে।’

প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরও জানান, বিদেশ থেকে আসা অর্থ জঙ্গি তৎপরতায় যাচ্ছে কি না, তা নজরে রাখা হচ্ছে।

তিনি বলেন, ‘জঙ্গি অর্থায়নের সাথে বেশ কিছু ব্যক্তি, প্রতিষ্ঠান যুক্ত রয়েছে মর্মে সন্দেহ করা হচ্ছে। তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টা অব্যহত আছে।’

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর