thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৬ শাওয়াল ১৪৩৯

নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১৪:০২:৫৪
নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার তিন পুকুরিয়া নামক স্থানে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে নোয়াখালী-ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ জনের মধ্যে একজন হলেন, ময়মনসিংহের আক্তারুজ্জামান। বাকি ২ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রপসী বাংলা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যমুনা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১ জন এবং পার্শ্ববর্তী ফেনী দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৮ জন। আহতদেরকে ফেনী দাগনভুঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে