thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ঢাবিতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

২০১৭ সেপ্টেম্বর ১৫ ১০:৪২:১২
ঢাবিতে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ব্যাবসায়ে শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে শুরু হওয়া এ ভর্তি যুদ্ধ চলবে বেলা ১১টা পর্যন্ত।

সকাল সাড়ে ৯টা থেকে কেন্দ্রগুলোতে প্রবেশ করে ভর্তিচ্ছুরা। পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এমন কোনো ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ।

এ ছাড়াও শিক্ষার্থীদের প্রবেশমুখে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৫৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, নীলক্ষেত হাই স্কুল, আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং অগ্রণী স্কুল ও কলেজ।

উল্লেখ্য, এই ইউনিটে ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৩১১ জন শিক্ষার্থী।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর