thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে ইন্ডিজ

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১০:২১:০০
টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে ইন্ডিজ

দ্য রিপোর্ট ডেস্ক : সফরের একমাত্র টি-টুয়েন্টিতে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইলের সঙ্গে ব্যাটিং ঝড়ে সঙ্গ দিয়েছিলেন এভিন লুইসও। পরে বল হাতে ইংল্যান্ডকে নাজেহাল করেছেন সুনিল নারিন।

শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের করা ১৭৬ রানের জবাবে ১৫৫ রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। এর আগে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইয়ন মরগ্যান। তাতে যেন বিপদ বাড়ে ইংলিশদের।

দুই ওপেনার ক্রিস গেইল ও এভিন লুইস রীতিমতো তাণ্ডব চালান ইংলিশ বোলারদের উপর। ৬ ওভারেই স্কোর ৭০ ছাড়িয়ে যায়। ৬.৩ বলে দলের ৭৭ রানের মাথায় আউট হন গেইল। কিন্তু তার আগেই খেলে যান ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। গেইল ফিরলেও ফিফটি তুলে নেন লুইস। ২৮ বলে ৫১ রান করে তার আউটে কিছুটা ছন্দ হারায় ক্যারিবিয়ান ইনিংসে।

শেষ দিকে রোবম্যান পাওয়েল ১৯ বলে ২৮ রান করলে ১৭৬ রানের বড় পুঁজি পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

জবাব দিতে নেমে ক্যারিবিয়ানদের আঁটসাঁটো বোলিংয়ে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। অলেক্স হেলস (৪৩) ও জস বাটলার (৩০) কিছুটা আশা দেখিয়েছিলেন তবে নিয়মিত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কার্লোস ব্রেথওয়াইট ৩.৩ বলে করে মাত্র ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট পান কেসরিক উইলিয়ামস। তবে ম্যাচ সেরা সুনিল নারিন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট পান তিনি।


সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৬/৯ (গেইল ৪০, লুইস ৫১, স্যামুয়েলস ১০, ওয়াল্টন ১৩, পোলার্ড ৬, পাওয়েল ২৮, ব্র্যাথওয়েইট ২, নারিন ২, নার্স ১৩*, টেইল ১, উইলিয়ামস ২*; উইলি ০/২০, রুট ০/১১, কুরান ১/৪৬, জর্ডান ১/৪৬, প্লানকেট ৩/২৭, রশিদ ৩/২৫)

ইংল্যান্ড: ১৯.৩ ওভারে ১৫৫ (রয় ০, হেলস ৪৩, রুট ১৭, মর্গ্যান ২, বাটলার ৩০, বেয়ারস্টো ২৭, রশিদ ১, উইলি ১, প্লানকেট ১৮, জর্ডান ৬, কুরান ১*; টেইলর ১/৪০, উইলিয়ামস ৩/৩৫, ব্র্যাথওয়েইট ৩/২০, নারিন ২/১৫, নার্স ১/২৩, পোলার্ড ০/১৭)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২১ রানে জয়ী

ম্যাচ সেরা: সুনিল নারিন

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর